ঢাকা, ০৪ নভেম্বর মঙ্গলবার, ২০২৫ || ২০ কার্তিক ১৪৩২
good-food
২২৯

দেশে করোনায় ২৪ ঘন্টায়  ৫০ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪০ ৪ আগস্ট ২০২০  

দেশে করোনাভাইরাসে মৃত্যুর তালিকা দিন দিন  বেড়েই চলেছে।  ঈদে গত  দুদিন মৃত্যুর  হার কিছুটা কমলেও গত ২৪  আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। এর ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা তিন হাজার ২৩৪ জনে দাঁড়াল। 
২৪ ঘণ্টায় আরও ১৯১৮ জনের মধ্যে ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৪ হাজার ২০ জনে।

মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, করোনায় মৃত্যুবরণকারী ৫০ জনের মধ্যে ২৯ জন ঢাকা বিভাগের, পাঁচজন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, পাঁচজন খুলনা বিভাগের, সি‌লেটে একজন, বরিশাল বিভা‌গের একজন, চারজন রংপুর বিভাগের ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।
 

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর